চার লাইনে চার সহস্র কথা-

কথায় কথায় একেকটি কবিতা
কবিতায় ভরা কবিতার পাতা-
পাতায় পাতায় কবিদের লেখা।

পুরোনো আর খুচরো আবেগ মেশানো কবিতা ,
কখনো সাদা, কখনও বা কালো
আবার-
হঠাৎ করেই একটুখানি মলিন ।