অনুভবের চিলেকোঠার ঘরে -
       দিয়েছি যে তোমায় স্বল্প স্থান,
যত্ন করে লালন করে যাই -
       তোমার আমার প্রেমের উপাখ্যান।
সেই ঘরেরই আনাচে কানাচে -
       চলে মোদের গোপন আলাপচারিতা,
নিয়ম করে সঙ্গোপনে মিলি মোরা সেথায় -
       যতোই থাকুক হাজারো ব্যস্ততা।
'তুমি আছো' - এ অনুভূতিতেই -
       বাঁচছি আমি রোজ,
শরীর যে চায় তোমার পরশ -
       বাস্তব মন নিখোঁজ।
সংসারে আর বসে না যে মন -
       ধেয়ে চলি তব পানে,
হঠাৎ স্বপ্ন ভাঙলে দেখি -
       কেউ নেই কোনও খানে।
বিষণ্ণতায় কাটে এ জীবন -
       একা আমি আর একলা আমার মন,
বন্ধ চিলেকোঠার ঘরে -
       তবুও স্বপ্নে বিভোর এ দুটি নয়ন।
আমার কাজল কালো চোখে -
       তুমি ডুব দিয়ে যাও এসে,
হাতে হাত দুটি রেখে -
       মোরা পথ চলি ভালোবেসে।
'অবাস্তবের জীবনসঙ্গী' মোরা -
       নাই বা হল একসাথে পথ চলা,
থাকব মোরা মনের কাছাকাছি -
       আর স্বপ্নে পড়াব তোমায় বরণমালা।।

    *******************