তুমি আমার ছুঁয়ে না দেখা গভীরতম অনুভূতি,
মনের কুটিরে যত্নে লালন করা এক বিষণ্ণ অসুখ।
সহস্রবার তোমায় স্পর্শ করার আকুলতাকেই -
           আমি নাম দিয়েছি - প্রেম।
তোমাকে ছুঁয়ে ফেললেই মনে হয় -
           হয়তো তুমি মিলিয়ে যাবে হাওয়ার মতো।
তাই তো, তোমাকে ছুঁয়ে দেখার এক আকাশ ইচ্ছেকে -
           আমি লুকিয়ে রাখি পরম অপ্রাপ্তিতে।
জীবনের দাঁড়িপাল্লায়,
           বাস্তব ও স্বপ্নের দ্বন্দ্বটা মাঝে মাঝে -
                 হয়ে ওঠে প্রবল।
তখন চাইলেও আর মননের নগরীতে -
                 ফিরতে পারি না আমি।
আর, তুমি থেকে যাও -
           আমার স্মৃতির অববাহিকায় -
                 একটি স্বপ্নের প্রিয় নদী হয়ে।।