অনেক স্বপ্ন সত্যি হয় না ঠিকই -
        কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়,
দুঃখ বিলাস মন কেটে যায় জাবর -
        দিনের শেষে লাগে বড় অসহায়।

ক্লান্ত হয় না স্বপ্নের ফেরিওয়ালা -
        স্বপ্ন বিলিয়ে যাওয়াই যে তার কাজ,
কিছু স্বপ্ন আনে নতুন ভোর -
        কিছু স্বপ্নে মৃত্যু পুরীর সাজ।

তবুও স্বপ্ন দেখে যেতে হয় রোজ -
        স্বপ্ন দেখার সাহসটি থাকা চাই,
ভীরু অন্তরমন করো নিরাবরণ -
        স্বপ্ন ছাড়া মানুষ যে বাঁচে নাই।

হারিয়ে যাওয়া স্বপ্নগুলি নিয়ে -
        সোহাগ করে জ্বালাও আশার আলো,
বয়স হেথায় হয় না কোনো বাধা -
        সফল করো নিজের স্বপ্নগুলো।

মুঠোয় ভরে একফালি রোদ্দুর -
        আলোয় ভরো তোমার আকাশটিকে,
অন্ধকারের নেই কোনো আর স্হান -
        নিজের মতো সাজাও জীবনটিকে।।

     ***********************