আসল-নকল, নকল-আসল -
         কোনটা সচল, কোনটা অচল !
বিশ্বাস আর ভরসা নামক -
         শব্দ দুটিই আজকে বিকল।
মুখোশ পড়া মুখগুলি সব -
         ধাপ্পাবাজির শিখর চুড়ায়,
খাঁটি সোনা খুঁজতে গিয়ে -
          মানুষ যে আজ ভগ্ন হৃদয়।
মিষ্টি কথার মিষ্টি প্রলেপ -
          আপনজনের পর্দা ফাঁস,
তার চেয়ে ভাই ঝাঁঝই ভালো -
          হৃদয়ে নেই মিথ্যের বাস।
গুণীর কদর দেয় না কেহই -
          মানুষ বড়ই অনুভূতিহীন,
এতো কিসের কৃপণতা!
          ভালোবাসা কি এতোই কঠিন?
বেঁচে থাকতে ভুলছে সমাজ -
          হারাচ্ছে সব মূল্যবোধ,
সত্যি-মিথ্যের দড়ি টানাটানি -
          এতোটাও কি তারা নির্বোধ?
অবাক চোখে দেখি এদের -
          মনটা যে যায় বিষে,
এতো কিসের জ্বালা এদের?
          শান্ত হবে কিসে?
মানুষ বড়ই অসৎ আজি -
          অন্ধকারের হাতছানি,
খুব সহজে দেয় অপবাদ -
          কাঁপেও না যে ঠোঁট খানি।
দোষীর নেই যে শাস্তি কোনো -
          একটাই পথ -"‌‌‌‌‌‌‌ক্ষমা",
তিন বিধাতা মাথার উপর -
          রাখছে হিসেব জমা।
তার চেয়ে ভাই চোখ কান সব -
          খুলে ধীরে চলো,
কারুর ক্ষতির কথা ভেবে -
          ভুল করে না ফেলো।
চলো চলি উঁচিয়ে মাথা -
          হই আত্মবিশ্বাসে অটল,
এক জীবনেই মানুষ পাবে -
          নিজের কর্মফল।
সমাজ বড়ই অসহায় আজ -
          সবটাই নয় অন্ধকার,
মনে রেখো পাঁকের মাঝেও -
          জন্ম হয় ঐ পদ্মটার ।।

   ******************