"সব পেয়েছি"র জীবন আমার ,
তবু বিষাদের মেঘ যেন পিছু ছাড়তে নারাজ ।
বুকের মধ্যে একটা গোটা শহর কেঁদে চলে ক্রমাগত -
হৃদগগনের মেঘেদের এ কি ভীষণ সাজ !!
চাওয়া পাওয়ার হিসেবগুলো যখন বড্ড এলোমেলো ...
হাতড়ে বেড়াই অন্ধকারে অল্প একটু আলো ।
তাকিয়ে দেখি ...
ঘুমিয়ে আছে এক বিন্দু ভালোবাসা -
মনেরই এক কোণে ।
এক যুগ ধরে ঘুমন্ত সে আমার হাতটি ধরে ...
অজানা এক স্বপ্ন দেখায় নিরালায় এক মনে ।
আবার আমার বুকে নামে বিষাদ মেঘের ছায়া ,
বৃষ্টি নামে, ভেজে আমার সকল হৃদয় কায়া ।
এ স্বপ্ন আমার যে নয় !!
স্বপ্ন দেখা বারণ ।
আমি বুঝি , সুখ পাখিটার হারিয়ে যাওয়ার কারণ ।
"সব পেয়েছি"র জীবন আমার -
সবটাই কি ব্যর্থ ?
জানতে গিয়ে দিল ধরা -
"সব" শব্দের অর্থ ।।
**********************