মন মাঝি আজ উদাস বাউল -
      নিখোঁজ সারাদিন।
খুঁজতে গিয়ে দেখি -
মাটি আঁকড়ে পড়ে আছে সে ঘরের এক কোণে,
কারোর উপেক্ষার বিষ পান করে -
      সে যে হয়েছে আজ নীলকণ্ঠ।
এতো ধৈর্য্য তুমি কোথা থেকে পাও হে নারী?
তবে কি, তোমার অপেক্ষা আর তার উপেক্ষার মাঝে -
      এখনও অটুট রয়েছে সেই ভরসার ধূসর সেতুটি?
কারোর হাজারো ব্যস্ততা -
যখন অবহেলা হয়ে তোমাকে বানায় তার সময়ের ভিখারী,
তোমার প্রতিটি অশ্রু বিন্দুতে তখন মিশে থাকে -
      ভেঙে না পড়ার কঠিন প্রতিজ্ঞা।
না জানি আবার কখন তার খামখেয়ালি হৃদয়ে আসবে -
      ভালবাসার মরশুম,
আর তুমি পাবে ডাক সেই নীল খামেদের আসরে।
স্বপ্নিল এক নিয়ন রঙা আশার আলোয় -
      নারীটি গড়ে তুলছে ক্ষণভঙ্গুর এক তাসের ইমারত।
আপ্রাণ ভান করে চলেছে একটু ভালো থাকার;
      ভালোবাসা ছাড়া ভালো থাকা যায় কি?
      জীবনে প্রেম ছাড়া নিজেকে ভালো রাখা যায়?
আমরা নারী -
      আমরা তাই বুনতে থাকি প্রেমের গহীন মায়াজাল!
প্রেমহীন হৃদয়েও আনতে পারি ভালোবাসার জোয়ার!
কিন্তু এতো ভালোবাসার চাদর বিছিয়েও -
      আমরা উপেক্ষিত হই প্রতি ক্ষণে,
কেউ করে না অপেক্ষা আমাদের জন্য।
সন্ধ্যার শুকতারা ডুবে যায় রাতের আঁধারে,
ভোরের শিশির মিলিয়ে যায় বৃষ্টির আগমনে,
দুপুরের রোদ হারিয়ে যায় মেঘের হাওয়ায়।
আর নারীর জীবন নদীর ওপারে পরে থাকে -
       এক আজন্ম শূণ্যতা।
তবুও, বিশ্বাসের ঐ চারা গাছটিতে -
       জল দিতে সে ভোলে না কখনও,
আমরা যে নারী -
       আমরা সব পারি।।

           ***********************