এখন নিঝুম রাত,
দিনের শেষে ক্লান্ত পাখিরা বাসায় ফেরে -
ঘুমন্ত শহর জুড়ে শুধু স্বপ্নের হাতছানি...
শ্রান্ত পথিকেরাও ঠিক খুঁজে নেয় মাথা গোঁজার ঠাঁই।
অথচ, এই বিশাল অট্টালিকায় আমি নিদ্রাহীন।
রাতের আকাশে, মেঘেদের কাছে যখন তারাদের পরাজয়...
তখন আমার কলম চলে নতুন গল্পের খোঁজে।
হাজার শব্দের কোলাহলেও -
আমি হই নির্জনতায় লীন।
হঠাৎ হঠাৎ মন খারাপের রাত্রিগুলোয় -
ভাসাই আমার আদরের নৌকা আকাশকে ভালোবেসে।
প্রহর শেষে, গোটা শহর যখন আলিঙ্গন করে ভোরের প্রথম আলো,
আমার সাম্পান ঘরে ফেরে -
কবির আকাশলীনা হয়ে।।
****************