কতো কথা জমে আছে বুকে -
কতো গান যে আছে গাওয়ার বাকি,
স্মৃতির ঢেউয়ে মন হয় চঞ্চল -
ঠিক যেখানে পথ গিয়েছে বাঁকি।
মাঝ নদীতে ভাসাই স্বপ্নতরী -
ঢেউয়ের ছন্দে লাগে যে হিল্লোল,
পত্রালিকার মর্মরিত ধ্বনি -
মনকে যে আজ করছে বিহ্বল।
ঝরে যাওয়া ফুল কুড়াই আঁচল ভরে -
তুলসী তলায় গাঁথি বসে মালা,
হিয়ার মাঝে লুকিয়ে তোমায় ডাকি -
তোমার নামে সাজাই বরণডালা।
দিনের শেষে, হে ক্লান্ত পথিকবর -
একটু সময় ধার যে আমায় দিও,
আঙুলে আঙুল ছোঁওয়ার আকাঙ্ক্ষায় -
কোমল হৃদয় আপন করে নিও।
বাঁশের বনে এক ফালি বাঁকা চাঁদ -
আছে বসে তোমার অপেক্ষায়,
মন পাখিরা ফিরছে বাসায় দলে -
আশার আলো জ্বালায় আলেয়ায়।
চক্ষু আমার সার্থক করো প্রিয় -
আঙিনাতে দাঁড়িয়ে আমি একা,
সাঁঝের আলোয় মুখটি তুলে দেখো -
সম্মুখে আজ তোমার নয়নিকা।।
****************************