আজকাল, সত্য-মিথ্যা যাচাই করা -
খুব একটা সহজ কাজ নয়,
চারিপাশে চলতে থাকে -
মুখোশ পরা মানুষদের নিখুঁত অভিনয়।
মুখোশ খুলে সামনে এলেই -
নতুন ভাবে চিনতে শিখি তাদের,
প্রকাশ পায় সব সভ্য মানুষের কদাকার রূপ -
অন্তরালে মুখোশের।
চেনা মুখগুলি ধরা দেয় এসে -
অচেনা মানুষের বেশে,
এভাবেই মানুষ বাঁচছে আজকাল -
মুখোশে বা খোলসে।
এই মুখ-মুখোশের আড়ালে -
মানুষ চেনা যে বড় দায়,
যখন তখন বদলায় রূপ -
কি করে বোঝা যায়!
আসলে, এরা জীবন যুদ্ধে -
লড়তে পায় ভয়,
তাই তো জিততে চেয়েও শেষে -
এদেরই মৃত্যু হয়।
মৃত্যু হয় ভরসার -
মৃত্যু বিশ্বাসের,
মৃত্যু হয় বিবেকের -
আর মৃত্যু মনুষ্যত্বের।।
******************