চোখের সামনে মৃত্যু হতে দেখছি একটি সত্যের।
       মৃত্যু ঘটছে ভালোবাসার,
       মৃত্যু ঘটছে কিছু সূক্ষ্ম অনুভূতির।
যে নারী উজাড় করে দিতে চেয়েছিল একদিন নিজেকে -
       মৃত্যু ঘটছে তার আকাশসম অভিমানের।
ভেঙে-চূড়ে নিজেকে শেষ করে দেওয়ার পরও -
   তার ঝুলিতে কি করে পড়ে থাকে আরও আরও প্রেম!
সে লিখতে থাকে ক্লান্ত প্রেমের আখ্যান।
   সব ভালোবাসায় ভাল রাখা থাকে না যে!
   আর সব ভাল রাখায় থাকে না ভালোবাসা।
হয়তো এভাবেই কারোর শূণ্যতাকে লালন করতে করতেই  -
   সে পাড়ি দেবে জীবনের সুদীর্ঘ পথ।
দু'-চারটে ভাল মুহুর্তের স্মৃতিকে সঙ্গে নিয়ে -
   চলতে থাকবে তার বেঁচে থাকার লড়াই।
ইচ্ছে করে হারিয়ে যাওয়া মানুষটি -
   যদি কখনো ফিরেও আসে আবার,
        তার গায়ে যে লেগে থাকবে অচেনা শহরের গন্ধ!
মৃত্যুসম যন্ত্রণার সামনে দাঁড়িয়ে -
   স্মৃতিচারণের অগ্নিকুন্ড থেকে জন্ম নেবে -
        এক আগুন পাখি।
নির্জন কোন এক উপত্যকায় -
   নামহীন ফুলগুলি ঝরে ঝরে পড়বে,
        মালা যে আর গাঁথা হল না তাদের।।

        **************************