বসন্ত প্রতিদিন ফিরে ফিরে আসে,
তুমি আছো -
      হয়তো বা এই বিশ্বাসে!
যদি কখনও ঘরছাড়া হয় -
      তোমার এ পোড়া মন ,
আমার মনের মণিকোঠায় যে পাবে নিজ সন্ধান।
সেখানে যে মোরা আদরে-সোহাগে-
      যতনে বেঁধেছি ঘর ,
দু'টি মন যেন পথভোলা আজ -
      ভালোবাসা অনিবার।
নতুন সে এক গল্পের আজি সূচনা হোক না কেন,
মোরা দুজনায় চলতি হাওয়ার পন্থী হলেম যেন।
তুমি মিশে আছো আজও যে আমার নিঃশ্বাসে-প্রশ্বাসে,
বসন্ত তাই প্রতিদিন যেন বারে বারে ফিরে আসে।।

         *****************