মন লাগে না ফাগুন রঙে -
     মন লাগে না দোলে,
মন লাগে না বসন্তের এই -
     মাতাল হিল্লোলে।
নিখোঁজ যে আজ সুখপাখি মোর -
     ভীষণ অভিমানী,
কোথায় গেলে পাব তারে -
     কেউ জানে না জানি।
একলা বসে গুনছি প্রহর -
     কেউ রাখে না মনের খবর,
উদাস মনের আকাশ জুড়ে -
     কেবল বিষাদ ধ্বনি।
খুশির জোয়ার সবার মনে -
     আমি অপেক্ষায়,
ও মা তোমার কন্ঠ খানি -
     দাও গো শুনায়ে।
পলাশ রাঙা চক্ষে যে মোর -
     ঝরে নয়ন বারি,
হাজার চেয়েও মুখটি তোমার -
     দেখতে নাহি পারি।
ভালো থেকো মা গো -
     তোমার ঘুচাক সকল জ্বালা,
অনেক ব্যাথা সয়েছ -
     এবার ভালো থাকার পালা।।

   ***************"*