একাই বেশ ভালো আছি আমি,
সাজিয়ে গুছিয়ে নিয়েছি নিজেকে অল্প ;
কিছু সম্পর্কের দিয়েছি বলিদান -
পরিধিটা আজ এসেছে হয়ে স্বল্প।
নিজেকে খানিক গুটিয়ে নিয়েছি আজকাল,
বসন্ত আর দাঁড়ায় না এসে দ্বারে ;
দিনের শেষে ক্লান্ত শরীর মন -
নিজেকে খুঁজে বেড়াই বারেবারে।
কিছু অপেক্ষা কেবল অর্থহীন,
তবুও ফিরে তাকানোই যে জীবন ;
একলা দুপুরে স্বপ্নিল দুটি চোখ -
নতুন স্বপ্ন করতে চায় বপন।
জীবন দিয়েছে অনেক কিছু -
না চাইতেই মোরে,
না পাওয়ার ঝুলি গড়াগড়ি খায় -
চিলেকোঠার ঘরে।
থমকে যাওয়া জীবনে যখন -
বিষণ্ণতার নিনাদ,
ছোট্ট দুহাত ঘোচায় আমার -
সকল অবসাদ।
দুষ্টু-মিষ্টি হাসিখানা তার -
জুড়ায় আমার প্রাণ,
সকলের চেয়ে খাঁটি যে আজ -
মাতৃত্বের টান।।
****************