কবিরা কখনো একলা হয় না জেনো।
তাদের থাকে একটি ছোট্ট মন -
      সঙ্গী যে তার আরেক অন্তর মন।
কবিরা কখনো হয় না বন্ধুহীন।
চলতে থাকে কথোপকথন 'আমার আমি'র সাথে -
      সে ছাড়া যে জীবনই অর্থহীন।
কবিরা কখনো হয় না যে নিশ্চুপ।
উথাল পাথাল অশান্ত খুব মন ;
      অনর্গল চলতে থাকে কথা -
      'আমি' আর' আমার 'অন্তর মন'।
কখনো তারা সহানুভূতিশীল,
       কখনো বা প্রবল ঝগড়া বিবাদ।
একা হয়েও একা থাকার -
       উপায় নেই যে কবিদের,
               ভাগ্যের কি নিদারুন পরিহাস!

     *********************