অপ্রেমে জেরবার এই হৃদয়ের আঙিনায় -
ধূসর বসন্ত রঙিন হয় তোরই আনাগোনায়।
জানি আমি নই যে কেউ তোর,
তবু তোর শূন্যতায় শূন্য হয় মন -
নিদ্রাহীন অজস্র রাতভোর।
দিনের শেষে যাস ফিরে তুই চেনা ছন্দের খোঁজে,
আর পথভোলা এই মনটা হারায় -
চেনা শহরে,
অচেনা এক পথিকের সাজে।
থাকতো যদি পালতোলা এক নৌকা,
আর থাকতো এক চিলতে নদী;
তোর কাঁধেতে রেখে মাথা যেতাম ভেসে দূরে -
নিয়তি সেই সুযোগ দিত যদি।
এই স্বল্প সময়টুকুই মোদের হয়ে বাঁচুক,
গোলাপ না হয় নাই বা পেলাম -
কাঁটাটুকুই থাকুক।
মনের আকাশ ঢেকেছে আজ কালো মেঘের গুঁড়োয়,
হারিয়েছি তোকে আমি -
বড্ড তাড়াহুড়োয়।।
*************************