মনের মাঝে দিয়ে দোলা যাও যে কোথায় চলে?
শুনি বারেবার তব পদধ্বনি আমার হৃদয়তলে।
চরণচিণ্হ রেখে যাও মোর মনের আনাচে কানাচে,
কখনো বা আসা চুপিসারে আর কখনো প্রলয় নাচে।
তোমার স্মরণে অগোছালো মনে চুপকথাদের কোলাহল,
ডাক দিয়ে যাও ক্ষণে ক্ষণে যাহা মনকে করে বিহ্বল।
সময় সুযোগ মহা অনটন, কেমনে দিই সাড়া?
জানি তোমার উচাটন মন অভিমানে দিশেহারা।
দিন কেটে যায় পরস্পরের অধরা মাধুরী হয়ে -
না পেয়েও কিছু পাওয়ার যে সুখ নিয়ে চলি মোরা বয়ে।
নিষিদ্ধতার আঘ্রাণে আজ পুড়ছে শরীর-মন,
হিয়ার মাঝেতে তুমি যে আমারই রইবে আজীবন।
স্বপ্নালোকেই হবে মোদের গোপন অভিসার -
সেইখানেতেই গড়ব মোরা ইমারত ভালোবাসার।।
**************************