শহর জুড়ে আজ বৃষ্টির কোলাহল।
কারণে হোক বা অকারণে -
মেঘেরা আজ বড্ড অভিমানী।
সাদা মেঘের ভেলায় চড়ে ধূসর মেঘেদের আনাগোনায় -
গুমোট একলা দুপুরে চলে -
আলো-আঁধারীর খেলা।
জানালার আবছায়া কাঁচে হাত বুলিয়ে -
আমি অনুভব করি -
মিষ্টি এক প্রেমের মরসুম।
সোঁদা মাটির গন্ধে যখন মাতাল গোটা শহর,
কার্নিশে বসে থাকা পাখিটা যখন -
ডানা ঝাপটায় একটু উষ্ণতার খোঁজে,
তখন আমার চোখে নামে ঝুম্ বৃষ্টির ঘুম।
মায়ের কোলে রেখে মাথা,
মেঘ বালিকার গল্প শুনতে শুনতে -
মন আমার দেয় যে পাড়ি,
স্বপ্নের তরী বেয়ে -
দূরে....... অনেক দূরে......।।
----------------- X -------------------