অনেক সময় সুতো ছেড়ে -
উড়তে দিতে হয়,
ফিরে যদি আসে সে জন -
সে তোমারি হয়।
বাঁধন যতো শক্ত হবে -
ঘটবে ফসকা গেরো -
তার চেয়ে ঐ বাঁধনটিকে -
একটু আলগা করো।
যাবার যারা যাবেই তারা -
মানবে না কেউ আগল,
শিথিল করো মায়ার বাঁধন -
ঘটবে রদবদল।
যা কিছু নিজের আছে বলে মানি -
থাকার হলে থাকবেই,
যতোই করি আলগা বাঁধন -
যে ফেরার সে তো ফিরবেই।
একদিন যারা হারিয়েছিল -
আমায় অবহেলায়,
আজকে তারা করে বরণ -
বিনি সুতোর মালায়।
জীবনের সব অধ্যায়েরা -
দিয়েছে নানান শিক্ষা,
আর ঘৃণা নয় -
নাও সকলে -
ভালোবাসায় দীক্ষা।।
**********************