চলার পথে হোঁচটগুলি চেনায় নতুন পথ,
জীবন যুদ্ধে আঘাতরা সব মনকে করে শ্লথ।
নরম হৃদয় ভাঙচুর আর অহংকারীর জয় -
এই গল্প সব সাময়িক, জীবন ভরের নয়।
দিনের শেষে ব্যাথারা এসে বোঝায় আদর করে -
"লড়াই করা নয়তো সহজ, শান দাও বুদ্ধিরে।"
জমাট বাঁধা কান্নাগুলো কাছে এসে গলার -
চেঁচিয়ে বলে-"আর হেরো না, হারাতে শেখো এবার।"
চেষ্টা জানায় - "এবার তুমি বাড়াও মনোযোগ,
দেখবে তখন পাবে না কেউ বাধা দেওয়ার সুযোগ।"
লক্ষ্য বলে - "উঁচিয়ে মাথা চলতে তোমায় হবেই,
মান-অভিমান ফেলো ঝেড়ে, একদিন ঠিক জিতবেই।"
সাহস এসে শেখায় মোরে - "ভয়কে করো জয়,
আবেগ ছেড়ে এগিয়ে চলো, জিত আসবেই নিশ্চয়।"
বিশ্বাস আর ভরসা জানায় বাড়িয়ে দুটি হাত -
"তোমার আত্মবিশ্বাসেই যে শত্রুপক্ষের মাত।"
সব শেষেতে জানি আমি আমার প্রধান অস্ত্র -
সবার চেয়ে দামী সে যে ভালোবাসার বস্ত্র।
ভাঙা গড়ার খেলায় মেতে শ্রান্ত হৃদয়-মন,
অনেক হল ভাঙন এবার হোক শান্তির বর্ষণ।
হিংসা এবং বিদ্বেষে আজ জ্বলছে গোটা ভুবন,
স্নেহের আতর দাও ছড়িয়ে -
   নিভুক মনের আগুন,
        শান্ত হোক আজ -
               সকল মানব জীবন।।

   ***********************