মেঘেদের আজ বড্ড অভিমান,
মুষলধারায় বৃষ্টিতে যে সিক্ত মন প্রাণ।
ভিজছে শহর, ভিজছি আমি -
        ভিজছে সকল কায়া,
এলোমেলো সব স্মৃতির পাতায় -
        রিক্ত আমার হিয়া।
ঘন কালো মেঘে ছেয়েছে আকাশ -
        অলস মেঘলা দুপুর,
কাজল কালো ঈশান কোণ -
        আর আমার জলনুপূর।
জল থৈ থৈ উঠান পানে -
        আলতা পরা পায়ে,
এদিক ওদিক ছুটে বেড়াই -
        তোরই অপেক্ষায়।
ভরা বাদর জুড়ে শুধু -
        অভিমানীর মানভঞ্জন,
অবাক চোখে তাকিয়ে দেখি -
        মেঘ-বৃষ্টির কথোপকথন।
বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় -
        আকুল হল পরাণ,
মুখখানি তোর ভাসলে চোখে -
        জাগায় শিহরণ।
অনুভবেই আমি যে তোর -
        পরশখানি চাই,
চোখ বুজে তোর মুখের আদল -
        দেখতে আমি পাই।
দূরে কোথাও সাঁঝেরবেলা -
        বাজে শঙ্খধ্বনি,
স্মৃতির পাতা উল্টে খুঁজি -
        তোর ঠিকানা খানি।
আমার মনের আকাশ জুড়েও -
        মেঘের অভিমান,
বৃষ্টি নামে দু'চোখ জুড়ে -
        ভাঙায় না কেউ মান।
কোথায় আছিস বন্ধু আমার -
        পড়ে কি মনে আমায় ?
মোদের গল্পও কি পরিণতি পায় -
        'শেষের কবিতা'য় ?

    *****************
      ‌
      ‌