রাতজাগা শ্রান্ত এ দুটি চোখ -
থমকে দাঁড়িয়ে আয়নার সামনে।
মুখোমুখি হয়েছে আজ -
একই জীবনের ভিন্ন দুই রূপ,
একই প্রাণেরই ভিন্ন দুই স্বত্তা।
নির্বাক ভোরগুলিও আজকাল হয় দুঃস্বপ্নময়।
কবে যে শেষ কাঁচা রোদ মেখেছিলাম গায়ে!!
মেঘ-বৃষ্টির চাদরের অন্তরালে-
কাটছে প্রহর আতঙ্কে।
অসময়ী বৃষ্টির জল মিলেমিশে একাকার হয় নোনতা চোখের জলে।
যে কোনও মুহূর্তে বেজে  উঠবে -
যুদ্ধ সমাপ্তির দামামা।
আর সেই মৃত্যু পুরীতে,
একরাশ মৃতদেহের স্তূপের উপর দাঁড়িয়ে থাকবে -
কালজয়ী এক মারণরোগ -
স্বগর্বে, স্বদর্পে।
এ অপেক্ষা অনভিপ্রেত,
এ অপেক্ষা অনাকাঙ্ক্ষিত।
এ অপেক্ষার যেন কখনও না হয় অবসান।।

       *****************