তুমি আমার স্বপ্নের ফেরিওয়ালা।
এক আকাশ কবিতায় ভরা প্রাণ নিয়ে -
আমি খুঁজে চলেছি তোমায়,
হয়েছি পাগলপারা।
গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর -
পাহাড়-সমুদ্র-নদী-জঙ্গল -
কোথায় কোথায় খুঁজিনি  তোমায়?
তবু তুমি ধরা দাওনি,
কেন ধরা দাও না আমায়!
সবটাই কি রাগ?
নাকি অভিমানের চোরাবালি!
জানি তোমার লাজুক মন -
আমার স্বপ্নের ভাগীদার হতে চেয়েছিল একদিন।
বুঝিনি সেদিন তোমায়,
না বলা কথারা যে না বোঝা হয়েই থেকে গেল চিরটাকাল!
উপেক্ষিত তুমি সেদিন - নিমজ্জিত হয়েছিলে বেদনার বালুচরে,
আর ফিরে আসোনি।
আজ পেড়িয়ে এসেছি অনেক গুলো বছর...
জীবন সংগ্রামে ক্ষত-বিক্ষত দিশেহারা আমি -
আজও তোমার অপেক্ষায়,
মাঝে মাঝে ধেয়ে চলি আলেয়ার পানে।
তোমারই স্বপ্নপুরীতে, আজ আমি হয়েছি সমর্পিতা।
আমার স্বপ্ন  যায় হারিয়ে -
থাকে হাহাকারে ভরা মন,
আমার স্বপ্নের নেই ঠিকানা -
রবে সে চিরগোপন।।

        ******************