জল-তুলি আর রঙের নেশায় মেতেছে মন মোর -
এ খেলা যে ভীষণ রঙিন, কাটছে ঘুম ঘোর।
লাল-নীল আর হলুদ-সবুজ রঙের রোশনায় -
হয়েছে মন মাতোয়ারা সৃজনশীলতায়।
মা হারানোর বেদনাতে মন ছিল বেশ উদাস -
সৃষ্টির এই আনন্দই যে মনের ভাবের প্রকাশ।
ভাবছি যা তা নিচ্ছে যে রূপ সফেদ ক্যানভাসে -
রঙের নেশায় উন্মাদ আজ, নিজেকে ভালোবেসে।
মনের মেঘের ঘনঘটা কাটাতে শেখায় শিল্প -
তুলির টানে লিখছি আমি রূপকথারই গল্প।
যেথায় কোনো নেই কো বিষাদ, কেউ হানে না আঘাত-
উজ্জ্বল সেই সুখের আকাশে খুশির জলপ্রপাত।
ঝলমলে এই রঙের জগত ভালোবেসে যাই -
কোনো বাধা নেই যে হেথায়, মন করে যা তাই।
ধুসর বর্ণ পৃথিবী আর বিষাদ মেঘের মেলায় -
দিতেম পারি একাকিনী বিষণ্ণতার ভেলায়।
ঠিক এসময় জীবন আমার বদলে দিল এসে,
আলোর খেলায় মাতল ভুবন -
      রঙকে ভালোবেসে।।

    ************************