একদিন আকাশ বলেছিল - "ভালোবাসি"।
উপেক্ষা করেছিলাম আমি।
ঠিক উপেক্ষা কি না জানি না,
ভালো তো আমিও বেসেছিলাম।
না, আকাশকে নয় - তার রংটাকে।
ভোরের সূর্য স্নাত নরম রংটাকে -
সারাদিনের আলো ঝলমলে সুনীল রংটাকে -
আর সাঁঝবেলার সেই গোধূলি রংটাকে।
কিন্তু সেদিন ভোরে -
খুব চেনা সেই আকাশটা ধরা দিল অচেনা হয়ে।
ঘন কালো মেঘে ঢাকা সেই আষাঢ়ের সকালে -
তার এক ভয়াবহ রূপের সাক্ষী হলাম আমি।
ভয়ে - বিস্ময়ে ফিরিয়ে নিলাম মুখ!
কিছুক্ষণ পর,
আবার সেই নরম রং -
সোনালী মায়াবী ভোর।
আমি আবার ভালোবাসলাম তাকে।
তবু, রঙে ঢাকা আকাশটাকে -
অনুভব করতে শিখিনি।
না, কোন দিনও না।।

           ***************