আর কতোকাল আমার হৃদয় থেকে রক্ত ঝরে পড়বে এ শহরের বুকে?
সবার জীবনে শরৎ আসে হিমেল হাওয়ার পরশ নিয়ে,
বসন্তও ডাক দিয়ে যায় তারই পিছু পিছু।
আর আমি থেকে যাই একা....
   সেই তোর চিলেকোঠার ঘরেই -
       তোর অনুভবে -
           তোর উপলব্ধিতে -
                নীরব প্রেমের আর্তি নিয়ে।
তোর মন ফাগুনের রঙে -
  আমি নিজেকে করি রঞ্জিত, অগোচরে।
     একাকীত্বে করি তোকে ধারণ।
আচ্ছা, ভালোবাসা কি কেবলই শুকিয়ে যাওয়া রক্ত?
   গালের পাশে জমে থাকা চোখের জল?
       আর জমাট বাঁধা নীল বেদনা?
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলো আঘাত হানে বারেবার।
চাওয়া-পাওয়ার হিসেব বিহীন অব্যক্ত নিষ্পাপ প্রেম তারা বোঝেনা।
তাই বুঝি তুই থেকে যাস -
   আমার অসমাপ্ত ছাইরঙা স্বপ্ন হয়ে,
       আর আমি উড়ে যাই নিষেধের গন্ডী পেড়িয়ে ,
           দূরে.....আরও দূরে.... ,
রয়ে যাই তোর জীবনের -
    চিরকালের অধরা মাধুরী হয়ে।।

       *******************