বাইরে আজ অবিরাম বৃষ্টি,
এক বুক মরুভূমি নিয়ে -
আমি বসে আছি ঘরে - একা!
অভিমানের জলীয় বাষ্পে - সিক্ত হয় শরীর,
কিন্তু চোখে শ্রাবণ নামে না!
মন ভেসে যায় মেঘেদের দেশে-
হৃদয় উথাল - পাথাল,
ঝাপসা হয় খাতার পাতা,
তবু, অবুঝ এ মন ভেজে না!
জানি তুমি যাবে চলে...
এ আশঙ্কায় তিলে তিলে মরছি আমি ,
সংযমী হয়ে বোঝাই নিজেকে-
কিন্তু তবু এ মন মানে না!
জগত জুড়ে প্লাবন নামে -
আমার বানভাসি মন বোঝেনা!
এতো কিসের তাড়া তোমার?
যেতে তো সেই হবে!
আরেকটু ক্ষণ আস্তে ধীরে কাটিয়ে না হয় যাবে!
নাড়ীর টানে পড়বে যে টান -
কেমন করে মানি?
তোমার অভাব বোধে যে মোর কাঁপে হৃদয় খানি!
লোকে বলে,
"মানতে হবেই!
না মানলে যে চলবে না!"
আর আমি বলি -
"বাস্তবের এই রং মিছিলে - আমি সামিল হব না"।।
****************