একটা কবিতা লিখতে চান?
গুগল সার্চ দিন না--
পেয়ে যাবেন অঢেল উপকরণ ,
সুখ শব্দ ,দুঃখ শব্দ ,প্রেম শব্দ ,বিরহ শব্দ আরো কত কি-
ও আজ শুধু একটা প্রেমের কবিতা লিখবেন বুঝি
তবে শ'খানেক শব্দের সাথে মিশিয়ে দিন পরিমাণমতো প্রেম,
এবার লিখতে থাকুন।
এভাবে কিছুক্ষন লেখার পর বাক্যরা সুস্বাদু হয়ে উঠলে ,
বুঝবেন আপনার বানানো কবিতা পরিবেশনের জন্য প্রস্তুত।
যদি আরো ভালো কবিতা লিখতে চান,
তবে ইউটিউবে আমার কবিতা বানানোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।