বিদ্যাসাগর বিদ্যাসাগর
তোমার সাথে আড়ি,
মেয়ে হয়ে জন্মে ছিলাম
বুদ্ধি ছিল ভারি-
আর জি করে পড়তে
গেলাম মস্ত ডাক্তারি,
বিদ্যাসাগর বিদ্যাসগর
কি আর বলি তোমায়,
গভীর রাতে মরতে হল
চরম বিভৎসতায়,
স্কুল কলেজে বিদ্যা কোথায়
কেবল চলে ব্যাবসা-
অন্যায়ের সাথে সাথ না দিলে
নেই তো বাঁচার আশা,
বিদ্যাসাগর বিদ্যাসাগর
তোমার সাথে আড়ি-
যা কিছু তুমি লিখেছিলে
সব যে দেখি মিথ্যে ভারি,
সত্যি বলছি বিশ্বাস করো,
চোরেরা আজ ভীষন বড়,
মঞ্চ বেঁধে উচ্চ গলায়
বলছে শুধু দল গড়ো,
বিদ্যাসাগর বিদ্যাসাগর
তুমি ঘরে ঘরে জেগে ওঠ,
রাখাল চালায় দেশটা এখন
গোপাল এর ভাত নেই দুমুঠো,