আকাশে বাতাসে বলি
আমি তোমায় ভালোবাসি।
পথচলতে বলি আমি,
গাছ-গাছালিরে বলি
শূন্যপানে চেয়ে বলি
আমি তোমায় ভালোবাসি।
ডানামেলা পাখির দলে
প্রাজাপতির কানে কানে
বলি আমি আপন মনে
শুধু তোমায় ভালোবাসি।
শিশির মাখা ভোরের ফুলে
দুচোখ ভরে দেখার ছলে
খেয়ালী মনের ঊচ্ছাসে বলি
আমি তোমায় ভালোবাসি।
দুচোখে আমি স্বপ্ন মেখে
অন্ধকারের আড়ালে থেকে
ঘুম ভাঙ্গা রাতে বলি
আমি তোমায় ভালোবাসি।
জলভরা টলমল চোখে
ঝাপসা আলোয় ভেসে থেকে
কারে যেন বলি আমি
আমি তোমায় ভালোবাসি।
মেঠো পথের ধূলায় ধূলায়
বনফুলের মেলায় মেলায়
রঙিন ফুলেরে বলি
আমি তোমায় ভালোবাসি।
সবুজ ধানের প্রতিটি শিষে
কচি কাঁচার দলে মিশে
গল্প করার ছলে বলি
আমি তোমায় ভালোবাসি।
একটানা বৃষ্টি শেষে
বর্ষার ক্লান্ত মেঘে ভালোবেসে
প্রকৃতিরে বলি আমি
আমি তোমায় ভালোবাসি।
আকাশে বাতাসে ভালোবেসে হায়
পড়ল মনে অবশেষে
তোমায় শুধু হ্য়নি বলা
আমি তোমায় ভালোবাসি।