এক সবুজ পাহাড়ের সাথে এক সমুদ্রের প্রেম কাহিনী লিখে চলে সময় –
গভীর আদরে জলের উচ্ছাসে ভেজা পাহাড়ের গায় বন ফুলের গন্ধ –
সাদা বালি গায়ে মেখে শুয়ে থাকে একা একা মৃত ঝিনুকের প্রেম কাহিনীরা এখনোও , সবপ্নে বিভোর ঘুমে
এই নির্জন দ্বীপ ,এ সমুদ্র সৈকত শুধু প্রেমের কথা বলে –
পড়ন্ত সূর্যের আলো বলে দিল চাঁদের গা ছুঁয়ে, ভালোবাসে সে আমাকেও ।