এ ক্ষুদ্র আমিত্বের মোহে আবদ্ধ করব না তোমায় ,
ধরে নাও এ আমার ভালোবাসার অহঙ্কার ।
একদিন থাকব না আমি , থাকবে না তুমি-
একদিন, থাকবে না তোমার আমার কোন ব্যবধান।
মিশে যাব ভালোবেসে জল,মাটি, বাতাসে একা একা ,
এ জগতের প্রতিটি তুচ্ছাতি তুচ্ছের সাথে মিশে যাক –
বিশ্বের মত বিস্ময় থাক ,আকাশের মত প্রসারিত থাক
অন্থহীন দীশাহীন থাক আজ আমার ভালোবাসা ।
বাধবনা তাকে এ জগতের মিথ্যা আমিত্বের বন্ধনে
রাখবো না তাকে এ জগতের মিথ্যা আমিত্বের ক্রন্দনে।
স্বপ্নের মত সুন্দর থাক , আমার প্রতিটি নীরবতায় থাক ,
আমার চির না পাওয়ার ব্যার্থতার মাঝে থাক
আমার সে অব্যার্থ ভালোবাসা-