সে আমায় বলেছিল শুধু ভালোবেসে যাবে,
ভালোবেসে যাবে তেমন করে,
যেমন করে চাঁদ জ্যোৎস্না ভেজায় পৃথিবীকে
এক আর্কষন ডোরে , ঠীক তেমন করে –
সে আমায় বলেছিল সে চাইবেনা কোনোদিন কিছু আমায় ভালোবেসে –
তার নিঃশর্ত ভালোবাসা শুধু আমারই জন্য-
সেদিন বুঝিনি আমি ভালোবাসা এমনও হয় ,
সে বোঝেনি আজও তার নিঃশর্ত ভালোবাসার ঋনে
বন্দীনী আমি চির পরাধীন শুধু তার কাছে ,আমার স্বাধীন আকাশে -