ভাল আছ তুমি ?
শুধু মানুষেরা ভালো নেই ।
চারিদিক কেমন যেন বিষাদ কুয়াশা ,
চারিদিক জুড়ে এ কেমন শুন্যতা –
পাহাড়ের গায়ে শুঁকনো লতারা জড়িয়ে থাকে যেমন ,
তেমনি জড়িয়ে আছে মানুষেরা ,যেন প্রাণহীন –
তুমি উপড়ে ফেল , ইচ্ছে মতন –
ইতিহাস বদলে দিও ,
বদলে দিও মানুষের ছায়াভার –
যারা বদলাতে পারেনি ,
তারা বেঁচে মরে আছে –
যারা বদলে গেল ,
তারা তারা বাঁচা ও মরার তফাৎ রাখেনি –
তুমি হাসতে থেক , বাঁচতে থেক ,
ঐ যে শোন , মাতলো কারা , বাজছে যে ঢাক ,
এ কেমন দেশ , বিসর্জনের -