তুমি সুন্দর ,
চিরন্তন কথা ফুরায়ে যায়।
সেকি ভাষাহীন নিঃশব্দ , স্পন্দন ।
তুমি জীবনের গভীরতা-
আমাতে করিয়াছি শুরু-
কোথা আছে তার শেষ?
আমি তোমাতে চিনিয়াছি আমাকে নতুন করে ।
তোমা মাঝে নিয়েছি শপথ জীবনের ।
তোমা মাঝে পেয়েছি চেতনা যত।
যেখানে পৌঁছে না এ মনের কল্পনা ,
সে আসনে বসায়ে তোমায় করিয়াছি পূজা ।
কত বিনিদ্র রাতের বাঁধ ভাঙা চোখের জলে সিক্ত করেছি তোমায় ।
কত সে যতনে মুক্তা রতনে গাঁথিয়া মালা পরায়েছি তোমার গলে ।
ব্যাথিত হৃদয়ের স্পন্দনে যে মন্ত্র হয় উচ্চারিত –
সে মন্ত্র সাধনার নিয়েছি ব্রত।
নাহি জানি আমি ,নাহি জানে মন শুধু অকারন
বলে ভালবাসি ভালবাসি-
এ বিশ্ব মাঝে তুমি উৎসারিত আলো হাসি।
সদা চঞ্চল, ভাবলেশ –
এ পৃথিবীর ক্ষুদ্রতা, তুচ্ছতা পৌঁছে না তোমার হৃদয় গহনে –
আমি তাহা হৃদয়ে জড়ায়ে বসে থাকি একা-
অনন্ত অসীম কালের ধারায় তুমি বহমান-
আমি তারি উচ্ছসিত ক্রন্দন ধ্বনি ,
আমায় চিনিবে কি তুমি ?