এইখানে তুমি রাজা ,
তোমার তাজ মুকুট ,
পান্না-হীরে মানিক ঝরায়
আর কবিতারা সব সুখ –

এইখানে তোমার হাতে ,
দেখি নীরব তলোয়ার ,
নীরব শাসনে সেজেছে
রাজ্যপাট,জয় জয় কবিতার ।

এইখানে শুধু আলো ,
না জানি কিনেছ কত দরে ,
হিসাব করিনি আমি  ,
শুধু নিয়েছি হৃদয় ভরে ।

এইখানে তুমি গড়লে রাজপ্রাসাদ ,
মুগ্ধ কবি ও কবিতাদল-    
আজ কেউ লিখুক সে ইতিহাস ,
কবিতার বুকে দাঁড়িয়ে নীরমহল ।

এইখানে  তুমি রাজা ,
কিনেছ সবার মন ,
ত্রিপুরার ঊনকোটি  
যেন তোমার সিংহসন ।



#ত্রিপুরাতে ,আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত  হল বাংলা  কবিতার বৃহত্তম আন্তর্জাতিক কাব্য বাসর ও কবি সম্মিলন ২০২৩ ,উপস্থিত কবিদের মাথায়  এক রাশ খুশির মুকুট যিনি পরিয়ে দিলেন তিনি হলেন এিপুরার জনপ্রিয় কবি পরিতোষ ভৌমিক,যিনি এ মহাআনন্দ আয়োজনের কান্ডারী, এক দুর্লভ বাক্তিত্ব ।আমায়িক কবির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা বারতা জানাতে এই কবিতা ।