তোমাকে যেতে হবে,
তোমাকে ডাকে সোনালী বিকেল ।
ডাকে পূর্ণিমা চাঁদ ।
তোমায় ফিরে যেতে হবে-
তোমাকে ডাকে একফালি মেঘ
ডাকে বৃষ্টি ভেজা সবুজ ।
তোমায় বুকে বেঁধে
জেগে রয় কত প্রেয়সী তোমার ।
তোমার স্বপ্নে নীল ,
রাত জাগে কত মন একা একা,
তোমার বিরহে কাঁদে গভীর অনুরাগে।
তুমি যাও , এসো না এই মরুভূমির মাঝে।
এখানের রুক্ষতায় তোমার চোখের রঙ লাল
এখানের যন্ত্রনায় তুমি
গভীর কালো অন্ধকার।
আমি হলাম,
এই রুক্ষ মরুভূমির মাঝে,
পাথরের আড়ালে লুকিয়ে থাকা একটি ফুল।
যার নামটি ও তুমি জানো না।