যে তোমাকে পেতে চাই আমি ,
সে তুমি কোথায় থাক ?
ধোঁয়ার মত ,কুয়াশার মত শরীর তোমার ,
রোদের মত মুখখানি –
আমি দেখেছি ,
ঐ জল শিশিরের বিন্ধুতে তোমার আসা যাওয়া –
আমি আর অন্ধকার এক হয়ে যাই, ক্লান্তির ঘুম এসে ফিরে যায় –
তুমি কোথায় , জানেনা মুর্খ মন –
আজ মৃতুকেও বলা যায় ভালবাসি , ভালবাসি তোমায় –
কি পেয়েছি ? তোমাকে চেয়েছি –
চেয়ে দেখেছি নক্ষত্র আকাশে ধুমকেতুর লেজের মত ক্ষয়ে গেছে মন ,
হেঁটে গেছে তোমার খোঁজে কখন –
আমি দেখেছি অন্ধকার চোখে ,
আলোর মত তুমি ,
যে তোমাকে পেতে চাই আমি ,
সে তুমি কোথায় থাক ।