তোর সাথে প্রেম উড়ব আমি ,
পুড়ব তাপে , ভিজব বৃস্টিতে -
তোর সাথে প্রেম , ঝর্না হব
আছড়ে পড়ব গভীর গিরিখাতে ।
যদি হস তুই কঠিন কুঠার ,
আমি হব তার ধার ,
যদি হস তুই শশ্মান চুল্লী,
আমি রক্ত বর্ন অঙ্গার ।
তোর সাথে প্রেম নেশায় মাতাল ,
মাখি মহুয়া ফুলের গন্ধ ,
হাত ধরে হাটি পায় পায় তোর ,
না থাকুক কোন ছন্দ ।
তোর সাথে প্রেম আকাশ হব
বাতাস হ ব , হব গভীর রাতের তারা ,
তোর সাথে প্রেম মিশব ধুলায় ,
আজ হব হৃদয় হারা -