যত তারা থাক না আকাশে ,
তবু তো আকাশ ভরে না ,–
যত দেখি , যতখন দেখি তোকে
তবু তো এ-মন ভরে না-
    
আমার দু চোখে ঘন বর্ষা ,
মন জুড়ে উড়ে তোর
বিরহের উড়ো-মেঘ,  
আজ ভিজল রাস্তা শহর ।
  
আজ তুই থাক , আজ আমি থাকি  
আজ ছেয়ে থাক প্রেম
চারধার - তোর ও আমার, সবুজের মতো-
আজ  নামুক বৃষ্টি দারুন-

আজ দুবে যাক  নদী বন্দর,
আজ  পথ ঘাট যাক থেমে,    
আজ ডুবে যাক- সব  
শহর ডোবানো প্রেমে ।
  

আজ যেদিকে তাকাব আমি
শুধু যেন তুই আর তুই-  
না থাকে কোন  স্বপ্ন প্রতিবিম্ব
তোর , শুধু  তুই আর তুই ।


আজ জানুক আস্ত শহর ,
আমি বলে দেব আজ  ,
আমি তোর প্রেমে-  
লাজ হীন এক নিরলজ্জ ।