স্বপ্ন দিয়ে কিনব তোকে-
কবিতায় ছোঁব বার বার ।
আকাশের তারা ছিঁড়ব দুচোখে
গুঁজে দেব তোর খোঁপার কাঁটায় ।
তোকে নিয়ে পালিয়ে যাব মধ্যসাগর মনে,
না হয় একটা সাগর ডুবিয়ে নেব এই মনের কোনে-
চুপিচুপি ভাসব দুজন পালক ঝরা সুখে ,বাঁকা নৌকা চাঁদ-
তুই জানবি কি করে?
তুই তো তখন স্বপ্নরাজ্য ঘুমে
ডুবছে সাগর মনের ভিতর-
কেউ কি রাখে প্রেমের খবর
আকাশের গায়ে কানপেতে?
বুনছে বাতাস রাতের আকাশে তারায় জড়ানো
মেঘ শাড়ী-খুঁজছে কেবল তোর বাড়ি ।
স্বপ্ন ভাঙ্গা রাত,বিন্দু বিন্দু ঘাম
মুক্তা ,মানিক,পান্না মেখে ফুটছে শরীরে
গভীর আদরে জ্যোৎস্না মাখা রাত তোর প্রেমে।