তোমার প্রিয়া কে সে বলো-
সেকি জ্যোৎস্না রাতের চাঁদ,
সেকি পাগল পাগল হাওয়া ,
সে বুঝি নিঝুম রাতের পরী,
যার চোখের কাজল কনাটুকু
তোমার হৃদয় কাঁপায়-
যার আলতো হাঁসির রেখা
থাকে তোমার হাঁসির ছোঁয়ায়
তুমি বললে নাতো আমায়,
সেকি সাত সাগরের পারে
নাকি মেঘ প্রাসাদের ঘরে
নামটি কি তার-
যে তোমায় স্বপ্নেতে রয়-
যে তোমার হৃদয় মাঝে
যে তোমায় ঘুমের ঘোরে
অগাধ স্বপ্ন দেখায়,
তূমি বললে নাতো আমায়।
সেকি মেঘলা দিনের জল্পনা-
নাকি তোমার মনের কল্পনা-
সে বুঝি তোমার ‘কথা বাঁশির সুরে
নাকি তোমার নিরবতা
সেকি বিহ্বল মনের নেশা
বুঝি তোমার ভালোবাসা।
কোন সে রূপসী পাগল হাওয়ায়
ওড়ায় তার ওড়নি খানি
তারে কি আমি চিনি
তুমি বললে নাতো আমায়।