ভালবাসার আদিমতায় বন্য প্রেমের মতো
জঙ্গল খোঁজে মন যখন –
তখন তুমি সদ্য ওঠা রোদের মতন ,
তুমি আঁকছ রূপ আলোয় আলোয় পৃথিবীর মুখ,
তোমার গায়ে, ভেসে থাকা কচুরিপানার রঙ
তোমার শরীর ছোঁয়া বাতাস ,
লেগেছে উড়ে যাওয়া কোন এক নাম না জানা পাখির পালকে –
সমস্ত বন্যতা মুছে আমিও প্রেমিক তখন ,
কেবল খুজছি তোমার মন।