তোমার কবিতার শব্দ শরীর , সেও বুঝি কি আমার মত? –
যেদিন প্রথম দেখেছ আমায় , আমি লজ্জায় লাল ,
যেদিন প্রথম ছুঁয়েছ আমায় , আমি কেঁপেছি থরো থরো –
তেমনি আমার মত ভিরু হয়ে কাঁপে কি তোমার কবিতা , তেমনিকি হয় সে লজ্জায় লাল তোমার প্রেমে।
যেভাবে আদরে জড়াই আমি তোমার শরীর ,ঠিক তেমনি তোমার কবিতা জানেকি এমন আদর –
ঠোটে ঠোঁট রেখে উষ্ণ চুম্বনে যেভাবে হারাই নিজেকে – তোমার কবিতা জানেকি গভীর উষ্ণতার অনুভব ।
আমি যেমন বৃষ্টি ভিজি তোমার সাথে , তোমার কবিতারা তেমন ভিজতে কি জানে বাদল প্রেমে –
আমি যেমন তোমার বুকের উপর বইতে পারি নদীর মত প্লাবন প্রেমে , তোমার কবিতা পারে এমন ?
তোমার কপালের বিন্দু ঘামে , তোমার কবিতা ডুবতে কি পারে গভীর প্রেমে , আমার মত?
বলো না কবি , তোমার কবিতা কি আমার মতই পাগলী ভীষন ,
রাগলে তোমার কলম ভাঙ্গে ?
তোমার মনের আকাশে মেঘ হয়ে ঊড়তে পারে ?
অভিমানের হাজার টা রং আঁকতে পারে চোখের জলে , তোমার খোলা বুকে আমার মত?
গ্রীষ্ম বর্শা শীতের মত তোমায় জড়িয়ে ভালোবাসতে পারে আমার মত ?