চলে যাবে যদি যাও –
আজ তোমায় বাঁধব না আমি
গভীর প্রেমের রাগে অনুরাগে ,
বেদনার রঙে পড়ে থাক বিরহ বেলা,
আমার এ আঁধার মুখে –
আমার সব টুকু হাসি নিয়ে যাও ,
-আমি দিলাম তোমায় ।
যদি বলো আমি দিয়েছি তোমায় ফাঁকি ,
তবে যে আর রইল না কিছু বাকি ,
যা দিয়ে ভোলাব নিজেকে ,
এ হৃদয় মিথ্যে মানি ।
যত প্রেম ,যত সুখ কথা,
যে মালায় ছিল গাঁথা –
সে মালার ছেড়া ফুলে
আজ পথের ধুলা দিলাম ঢাকি –
চলে যাবে যদি যাও -
আমাকে দিয়েছো যাকিছু ,
ফিরাব তার কতটুকু ,
এই বিদায়ের বেলা –
কত মধুর স্মৃতি আজ রচেছে কারাগার ,
বন্দি করেছে আমায় ,
সে কারাগারে আমি একলা রব ,
পিছু ডাকব না আর তোমায় ।