খুব মন খারাপ করলে
গাছে ফুটে থাকা ফুলের দিকে তাকাই
জলের ঢেউের দিকে তাকাই,
পাখিদের কিচির মিচির মন দিয়ে শুনি
আকাশের দিকে তাকিয়ে মেঘ খুজি ,
আরও বেশি মনখারাপ হলে শব্দ খুজে মনখারাপ গুলো জমিয়ে রাখি কোন কবিতার নামে,
কিন্তু আজ এ কোন সকাল, গাছে ফুল নেই,
জলে ঢেউ নেই,
আকাশে মেঘ নেই ,
পাখিদের গান নেই,
নাকি সব আছে
শুধু আমি নেই -
আমার মন নেই-
সে মনে বেচে নেই কোন মনখারাপের গল্প,
তুমি কি সব মুছে দিতে পারো?
আমি না থাকলেও সব থাকবে,
সব ফুল ,
সব পাখি,
সব মেঘ
সব কবিতা গান,
আবার মিছিল হয়ে হাটবে,
তিলোত্তমার জন্য,
ঠিক খুঁজে নেবে অসুরের নাম