ঠিক কতটা ভালোবাসলে
বলা যায় ভালবাসি
ঠিক কতটুকু ছুঁলে বলা যায়
বলো তোমায় ছুঁয়েছি-
ঠিক কতটা বাঁচলে
বলা যায় বেঁচে আছি
আর কতটা মরলে
বলা যায় আমি মরেছি।
আমি তো মরেছি প্রেমে,
পুড়েছি কতবার,
দেখেছি জীবন মৃত্যুর মত,
দেখিনি তার চেয়ে সুন্দর কিছু আর