এভাবে ছুঁয়ো না যখন তখন তছনছ করা ঝোড় বাতাসের মত –
আমি যে তাসের ঘর ,
চোরাবালি মন স্বপ্ন বুনছে, –
হুড়মুড়িয়ে জলের মত আমায় ভাসিয়ে দিও না –
কাগজ নৌকা প্রেম ডুবে যাই যদি আমি, ডুবে যাও যদি তুমি –
এক প্রেমহীন শুখনো জীবন ,গোলাপের লাল রঙ –
আর বৃন্ত ছেঁড়া সাদা রজনীগন্ধার আর্তনাদ ভরা বাতাস –
সধুই আনবে দীর্ঘশ্বাস , কাঁদবে আকাশ , কাঁদবে বাতাস –
প্রশ্ন জাগবে মনে আবার –যদি সব মরীচিকা হয় ,
তবে প্রেম সে কেমন –
তখন বিছানার পাশে সাত সাগরের দূরত্ব নিয়ে মন একলা ভীষণ-
ঘুমন্ত তুমি আমি – হাতে হাত ছুঁয়ে যায় কখনোবা-
যেন এক দূর পাহাড় চুড়া,
কুয়াশায় আছন্ন অতীত দিন ঝাপসা কাচের মত –
সোনার হরিণ খুঁজে বেড়ায় -
সেই আমাদের প্রেম , এক সোনার হরিণ যেন ,
তার পিছু পিছু ছোটে ধাবমান কাল –
কত বরফ গলে জল , কত শুখনো কত নদী পথ,
কত চোরাবালি ঘর ভাঙ্গে আর গড়ে -
এতদিন পর , আমি প্রাক্তন-
কিছুতেই কি চিনতে পারছ না তুমি আমায় ?
এক নশ্ট রঙ তুলি আকতে পারেনি জীবন মনের মত -
তাই ছুড়ে ফেলা ,তাই অবহেলা তাই সব অভিনয় -
তাই বলে তুমি আর আমি ,আমাদের বেলা - সব ছেলে খেলা -
ওভাবে লিখো না –
ভালোবাসা মিথ্যে হয়না কখনো ,
প্রেম প্রেমই হয় , সত্যি হয় –
শুধু চাওয়া পাওয়া মিথ্যে হয়ে যায় কখনো কখনো-
ঠিক এই সময়ের মত ।