একদিন আকাশে ,
মেলে দেবে পাখা সে -
ঠিক যেন ঐ দুর ,
পার করে রোদ্দুর,
ঊড়ে যাবে দুর দেশ,
হাতে ভরা সন্দেশ -
ঘুম ঘুম চোখ তার ,
পাল তুলে নোউকার ,
কত কথা বলে সে ,
পাশফিরে বালিশে -
নানা রং সপ্নের ,
রং মাখা মনে তার
হাই তোলা বাতাসে ,
দুলে দুলে হাসি হাসে ,
সেই রুপ দেখে তার ,
ভরে যায় বুক আমার ।