একটা ছবি একে দেবে আমার ?
অনুরোধ ছিল তার ।
ঠিক যেন প্রেমের মত হয় ।
কিভাবে পারতাম ?
আগুনের মত উজ্জ্বল ,জলের মত নরম সে।
কখনো বন্যাপ্রেমে খড়কুটোর মত ভাসিয়ে দিচ্ছে আমার মন -
কখনো পুড়িয়ে দিচ্ছে যেন মরুভূমির তপ্ত বালুচর ,
আবার কখনো ঝোড় বাতাসের মত বড্ড অভিমানে
এক ঝটকায় উড়িয়ে নিচ্ছে আমার জীবনের সমস্ত রঙ ।
কিভাবে পারতাম ?
শুধু শব্দে শব্দে কাব্যের রঙে তার ছবি আঁকতে ।